ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে”জলাতঙ্ক নির্মূলের  লক্ষ্যে” অবহিতকরণ সভা অনুষ্ঠিত

admin
জানুয়ারি ১১, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।১১জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের  লক্ষ্যে উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান(এমডিভি)কার্যক্রম কর্মসূচী বাস্তবায়নে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ  কর্মকর্তা ড.মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কল্লোল বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (অপারেশন)মো: ইউনূস,মাক্সডক এমডিভি সুপারভাইজার মো:মুক্তার উদ্দীন ও মাক্সডক  এমডিভি ফিল্ড সুপারভাইজার মো:রুবায়েত রহমান রাবি।সভায় তাঁরা জলাতঙ্ক রোগ ও কুকুরকে টিকাদান কর্মসূচীর সার্বিক বিষয় তুলে ধরেন।সভায় আগামী ১৪-১৮ জানুয়ারী৫ দিনব্যাপী সীতাকুণ্ড পৌরসভাসহ উপজেলার প্রত্যেক ইউনিয়নে ভোর হতে দুপুর পর্যন্ত বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।এ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে সীতাকুণ্ড  উপজেলাকে জলাতঙ্ক মুক্ত করার আাশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।