এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।১১জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে "দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান(এমডিভি)কার্যক্রম কর্মসূচী বাস্তবায়নে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ড.মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কল্লোল বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (অপারেশন)মো: ইউনূস,মাক্সডক এমডিভি সুপারভাইজার মো:মুক্তার উদ্দীন ও মাক্সডক এমডিভি ফিল্ড সুপারভাইজার মো:রুবায়েত রহমান রাবি।সভায় তাঁরা জলাতঙ্ক রোগ ও কুকুরকে টিকাদান কর্মসূচীর সার্বিক বিষয় তুলে ধরেন।সভায় আগামী ১৪-১৮ জানুয়ারী৫ দিনব্যাপী সীতাকুণ্ড পৌরসভাসহ উপজেলার প্রত্যেক ইউনিয়নে ভোর হতে দুপুর পর্যন্ত বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।এ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলাকে জলাতঙ্ক মুক্ত করার আাশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.