ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২ মরদেহ

admin
জানুয়ারি ১৮, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাভার প্রতিনিধি:

ঢাকার অদূরে সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গত তিন মাসে একই স্থান থেকে এ নিয়ে নারীসহ পাঁচটি মরদেহ উদ্ধার হলো‌।

পুলিশ জানায়, কমিউনিটি সেন্টারে অজ্ঞাত দুটি মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে থানা সংলগ্ন ওই কমিউনিটি সেন্টারে গিয়ে আগুনে পোড়া দুটি মরদেহ দেখতে পায় পুলিশ।

তাদের একজন নারী ও অপরটি শিশুর বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি।

ওসি জানান, হত্যার পর যাতে মরদেহ শনাক্ত করা না যায়, সে জন্য ঘাতকরা মরদেহ দুটি পুড়িয়ে ফেলেছে‌।

একই স্থান থেকে তিন মাসে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো সিরিয়াল কিলারের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনা রহস্য উদঘাটন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।