সাভার প্রতিনিধি:
ঢাকার অদূরে সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
গত তিন মাসে একই স্থান থেকে এ নিয়ে নারীসহ পাঁচটি মরদেহ উদ্ধার হলো।
পুলিশ জানায়, কমিউনিটি সেন্টারে অজ্ঞাত দুটি মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে থানা সংলগ্ন ওই কমিউনিটি সেন্টারে গিয়ে আগুনে পোড়া দুটি মরদেহ দেখতে পায় পুলিশ।
তাদের একজন নারী ও অপরটি শিশুর বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি।
ওসি জানান, হত্যার পর যাতে মরদেহ শনাক্ত করা না যায়, সে জন্য ঘাতকরা মরদেহ দুটি পুড়িয়ে ফেলেছে।
একই স্থান থেকে তিন মাসে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো সিরিয়াল কিলারের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনা রহস্য উদঘাটন করা হবে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.