ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে পারে: সালাহ উদ্দিন আহমেদ

admin
জুন ২, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
০২ জুন ২০২৫,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। নির্বাচনমুখী সংস্কারগুলো নির্বাহী বা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। আশা করি প্রধান উপদেষ্টা বিষয়টি বিবেচনা করে পদক্ষেপ নেবেন।

সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে শুধু বিএনপি নয়, অধিকাংশ দলই নির্বাচন চায়।

তিনি বলেন, সংস্কার ইস্যুতে সরকার যথেষ্ট আন্তরিক। তবে তারা অনেক সময় নিয়ে ফেলেছেন। আজকের বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি। এ নিয়ে বিস্তর আলাপ-আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনের অনেক বিষয়ে আমরা একমত। কিছু বিষয়ে হয়তো একমত হতে পারিনি। তবে বিএনপি জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দেবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি। যে বিষয়গুলো গ্রহণ করলে জাতির বৃহত্তর কল্যাণ হবে সে বিষয়ে আমরা ছাড় দিতে রাজি।

প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।