সত্য সমাচার ডিজিটাল
০২ জুন ২০২৫,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। নির্বাচনমুখী সংস্কারগুলো নির্বাহী বা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। আশা করি প্রধান উপদেষ্টা বিষয়টি বিবেচনা করে পদক্ষেপ নেবেন।
সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে শুধু বিএনপি নয়, অধিকাংশ দলই নির্বাচন চায়।
প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.