ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

admin
জানুয়ারি ১১, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬

আগামী রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় সভা আহ্বান করেছে সরকার। আগামী ১৯ জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি, এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্থ পরিস্থিতি আরও ভালো বলতে পারব।’

তিনি বলেন, ‘আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চুড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারী করার প্রচেষ্টা করছি। সহজ করারো চেষ্টা করছি।’

উপদেষ্টা বলেন, ‘আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ। খুব দ্রুতই আমরা সেটা কেবিনেটে উপস্থাপণের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।