
আগামী রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় সভা আহ্বান করেছে সরকার। আগামী ১৯ জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি, এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্থ পরিস্থিতি আরও ভালো বলতে পারব।’
তিনি বলেন, ‘আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চুড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারী করার প্রচেষ্টা করছি। সহজ করারো চেষ্টা করছি।’
উপদেষ্টা বলেন, ‘আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ। খুব দ্রুতই আমরা সেটা কেবিনেটে উপস্থাপণের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.