বিনোদন ডেস্ক
বলিউডে আইটেম সং মানেই এখন তামান্না ভাটিয়া—এমনটাই বলছেন অনেকে। একের পর এক জনপ্রিয় গানে নিজের উপস্থিতি ও নাচের দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন এই দক্ষিণী তারকা।সেই তালিকায় অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’-এর আলোচিত গান ‘আজ কি রাত’। ছবিতে তাঁর নাচ গানটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন দর্শকরা।
সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘আজ কি রাত’। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া।
এই উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তাঁর টিমের সঙ্গে মনিটরে নিজের নাচের শট দেখছেন তামান্না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

