বিনোদন ডেস্ক
বলিউডে আইটেম সং মানেই এখন তামান্না ভাটিয়া—এমনটাই বলছেন অনেকে। একের পর এক জনপ্রিয় গানে নিজের উপস্থিতি ও নাচের দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন এই দক্ষিণী তারকা।সেই তালিকায় অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’-এর আলোচিত গান ‘আজ কি রাত’। ছবিতে তাঁর নাচ গানটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন দর্শকরা।
সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘আজ কি রাত’। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া।
এই উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তাঁর টিমের সঙ্গে মনিটরে নিজের নাচের শট দেখছেন তামান্না।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.