ঢাকা২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইবিতে বাসে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসে দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রক্টর বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে উভয় পক্ষ। পরে এ ঘটনায় তিন সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী ৭-১০ কর্মদিবসের মধ্যে তদন্তকাজ সমাপ্ত করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।