বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসে দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রক্টর বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে উভয় পক্ষ। পরে এ ঘটনায় তিন সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী ৭-১০ কর্মদিবসের মধ্যে তদন্তকাজ সমাপ্ত করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.