ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

admin
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী পরিবেশ ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
১২ জানুয়ারী সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ডে নির্বাচনী পরিবেশ ও ভোটকেন্দ্র পরিদর্শনে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম,সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে সহ বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও তিনি দুইটার দিকে উপজেলার ফকিরহাটস্হ সাদেক মস্তান(রঃ)উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোঃ সাদেক ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এসময় উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।