জসিম আহামেদ ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ১৮ ডিসেম্বর রাতে পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকায় ছিল ইয়াছিন। উত্তেজিত জনতাকে ধর্ম অবমাননার উসকানি দিয়ে দিপুকে নির্মমভাবে মারধর করার পর দিপুকে হত্যা করে তার নিথর দেহ রশি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় ইয়াছিন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলো সে। এখন পর্যন্ত এ হত্যাকান্ডে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

