ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৫০ টাকা

admin
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

২২ ডিসেম্বর ২০২৫

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম।ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা হয়েছে। দেশের বাজারে এটাই স্বর্ণের সর্বোচ্চ

রোববার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণে দাম বাড়ানোর বিষয়টি জানিয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

এর মাত্র ৬ দিন আগে গত ১৬ ডিসেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৪৭০ টাকা। তার আগে ১৪ ডিসেম্বর ৩ হাজার ৪৪২ টাকা এবং ১২ ডিসেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।