ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষাসৈনিক আহমদ রফিক

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫,

হাসপাতালে চিকিৎসাধীন ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিকের স্বাস্থ্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিনি এখন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আছেন বলে জানিয়েছেন ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।

আহমদ রফিককে যখন গত ১১ সেপ্টেম্বর হেলথ এন্ড হোপ হাসপাতালে আনা হয়, তখন তাকে এইচডিইউ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বেডে স্থানান্তর করা হয়।

এর আগে এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন আহমদ রফিক। ১২ সেপ্টেম্বর পান্থপথের হেলথ এন্ড হোপ হাসপাতালের বিছানায় শুয়েই কাটে তার ৯৭তম জন্মবার্ষিকী।

ডা. লেলিন চৌধুরী বলেন, ‘আহমদ রফিকে দুচোখের আলো নিভে গিয়েছে। এখন ডাকলে সাড়া দেন, কথা বলেন। কিন্তু তার কথা বোঝা যায় না।’

তিনি আরও বলেন, ‘তিনি জীবন এবং মৃত্যুর মাঝে ঘোরতর যুদ্ধরত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছেন তিনি।’

আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর রসায়নে পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পাওয়ায় পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।