ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে চারজন এবং বনে ব্রাক শহরে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। মধ্য ও উপকূলবর্তী শহরগুলিতে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মোট পাঁচজনের এই মৃত্যু ঘটে। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমডিএ জানিয়েছে, তারা চারটি স্থানে তাৎক্ষণিক সাড়া দিয়েছে এবং অনেক আহত ব্যক্তিকে কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইন ডেস্ক
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
