ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেপ্তার

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট মামলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণে তাকে রাতেই সিরাজগঞ্জের তাড়াশে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।