ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে নদী থেকে আরও ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

admin
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগজ্ঞ প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৫,

বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট তিনজন শিক্ষার্থী মারা গেলো।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে তাদের উদ্ধার করা হয়ে বলে জানান কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল

 উদ্ধার দুজন হলো কৃষ্ণ নিয়োগী ও তার বন্ধু সারজিল ইসলাম।
 
অপু কুমার মন্ডল জানান, দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে আসা ডুবুরি দল ফুলজোড় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। এক ঘণ্টা কাজ করার পর নদীর ঝাটিবেলাই এলাকা থেকে ২০ মিনিটের ব্যবধানে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ, শনিবার (১ ফেব্রুয়ারি) ঝাঁটিবেলাই গ্রামের জারিফের বাড়িতে শহর থেকে ৫ বন্ধু বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ৬ জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ৩ জন নদীতে ডুবে যায়। অপর ৩ জন সাঁতরে উঠে আসে।
 
নিখোঁজ হয় ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬)। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
 
খবর পেয়ে সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাতে নিখোঁজ রাফিনের মৃতদেহ উদ্ধার করে তারা। সকালে আরও দুই জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।