ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

admin
জানুয়ারি ১৮, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয় বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ আশ্বাস দেন। রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

 

তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে জুলাই শহীদ পরিবারে যারা আছেন, যোদ্ধা যারা আছেন, তাদের সুযোগ-সুবিধার জন্য… মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ চালু করব।’

জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য দাবি করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। ’৭১ সালে আমরা এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন।

স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জিত হয়েছে ১৯৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪-এ।’ 

সে জন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অধীনে আরেকটি বিভাগ করা হবে, যাদের কাজ হবে এই লোকগুলোকে (জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা) দেখভাল করা— জানান তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা। এ সময় তারেক রহমান অনেক শহীদ পরিবার ও যোদ্ধার সঙ্গে কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।