
জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জু’র (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
সোমবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।
জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ।
জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংস্কার হতে পারেনা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সব দলকেই সমান সুযোগ দিতে হবে।’
এসময় অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয়। সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে।’
মূলত, জোট গঠনের লক্ষ্যে গত ৩০ নভেম্বর মতবিনিময় করা হয়। সেখানে নতুন জোটের রূপরেখা তৈরি করা হয়। ওই সভায় ১৬টি দল অংশ নিলেও পরে আরও কয়েকটি দল যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.