ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্নাতক পাসে এসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

admin
অক্টোবর ৭, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইনস্পেক্টর (এসআই) নিরস্ত্র পদে জনবল নিয়োগ দেবে। আগামী ০৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
পদের নাম

ক্যাডেট সাব ইনস্পেক্টর (এসআই) নিরস্ত্র

চাকরির ধরন

সরকারি চাকরি।

শিক্ষাগত যোগ্যতা

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী হতে হবে। কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

প্রার্থীর বয়স

২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১৯ থেকে ২৭ বছর পর্যন্ত বয়স হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহিদদের সন্তানদের বয়স ৩২ বছর পর্যন্ত।

দৃষ্টিশক্তি

বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের ৬/৬ হতে হবে।

বেতন স্কেল

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড ( ১৬,০০০-৩৮,৬৪০)।

আবেদনের শেষ সময়

২০ অক্টোবর ২০২৪।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।