এ জেড ভূঁইয়া, সীতাকুণ্ড(চট্টগ্রাম)।। আজ ৯ জানুযারী শুক্রবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কের মাসব্যাপী ফিতা কেটে ফুল উৎসবের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে মেলা উদ্ভোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ)মোঃ কামরুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাখাওয়াত জামিল,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃআবদুল্লাহ আল মামুন এবং প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি মোঃএহছানুল হক আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজে ওঠা ডিসি পার্কে আয়োজিত ফুল উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন চট্টগ্রামের সুপরিকল্পিত ও বৃহৎ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন বলেন,“এটি শুধু চট্টগ্রামের জন্য নয়,বরং সারাদেশের মানুষের জন্য আনন্দের বিষয়।”তিনি আরো বলেন,দেশের অন্যান্য জেলার মানুষও ডিসি পার্কে এসে নির্মল আনন্দ উপভোগ করতে পারবেন।”তিনি আরও উল্লেখ করেন,“চট্টগ্রাম জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
ঊল্লেখ্য, মাসব্যাপী এই ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ রয়েছে।এবছর দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম,মুভি শো,ভায়োলিন শো,পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়েছে।স্থাপন করা হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্ণার।
আজ থেকে শুরু হওয়া মাসব্যাপী ফুল উৎসব–২০২৬ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

