এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।
চট্টগ্রামের সীতাকুণ্ড মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে।
২৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় কর্মরত অবস্থায় মো:খোরশেদ আলম(৪০)নামে এক পরিচ্ছন্ন কর্মী কে ঢাকা মূখী বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়।
এ সময় পিক আপের ধাক্কায় কর্মরত শ্রমিক খোরশেদ আলম ঘটনাস্থলে মারা যায়।মৃত খোরশেদ আলম এর বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বশরত ইউনিয়নে বলে জানা গেছে।সে ঐ ইউনিয়নের মোঃ ওমর আলীর পুত্র।
এ ব্যাপারে সীতাকুন্ড হাইওয়ে থানার এস আই নাসির উদ্দীন জানান, মহাসড়কে জমে থাকা ধুলো বালি পরিষ্কারের সময় ঢাকা মুখী একটি পিক আপ ভ্যান সজোরে ধাক্কা দিলে কর্মরত শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।পরে চালকসহ ঘাতক পিকআপ ভ্যান ও মৃত দেহ থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় শ্রমিকের মৃত্যু হয়। মৃত দেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত চালককে মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2025 sattyasamacher.com. All rights reserved.