এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড( চট্টগ্রাম)।।৬ জানুয়ারী মঙ্গলবার চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে সংসদীয় আসন চট্টগ্রাম-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সাথে ইসলামী ছাত্র শিবিরের এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সাহেবের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মো: আব্দুল জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জমায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন আজাদ, চট্টগ্রাম-৪,আসনের প্রার্থী জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী,চট্টগ্রাম-৪,আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সাবেক পৌর কমিশনার উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ তাহের, আকবরশাহ থানা জামায়াত আমীর অধ্যক্ষ মহম্মদ আব্দুল হান্নান চৌধুরী,সেক্রেটারি মো: রেজাউল করিম,উপজেলা নায়েবে আমীর মো: রাশেদুজ্জামান মজুমদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুব উদ্দিন শিবলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মিসবাহুল আলম রাসেল,উপজেলা উপজেলা বায়তুল্ মাল সম্পাদক আহসান হাবিব হিরো,উপজেলার যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল হুদা,পৌরসভা জামায়াত আমীর হাফেজ মোহাম্মদ আলী আকবর,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আকরাম ছিদ্দিক চৌধুরী জাহাঙ্গীর,ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম, সীতাকুন্ড উপজেলা ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ আশরাফ উদ্দিন,আকবরশাহ থানা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ রিদওয়ান ও চট্টগ্রাম-৪ আসন পরিচালক(ছাত্র প্রতিনিধি)মোঃ হাসান ইমাম।প্রধান অতিথি বক্তব্য,আব্দুল জব্বার বলেছেন যুগ যুগ ধরে নির্বাচন সহ সকল প্রকার আন্দোলন-সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য । ছাত্ররাই পারে সমাজকে পরিবর্তন করতে, দেশকে বদলে দিতে।

