ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু

admin
অক্টোবর ১৬, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড রেল ষ্টেশনে মহানগর প্রভাতী এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ধাক্কায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়,

দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস একটি ট্রেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় এক যুবক ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।নিহত যুবকের মুখে দাড়ি আছে,পরনে ছিল একটি চেক লুঙ্গি এবং বেগুনী ও হালকা কমলা রংয়ের গেঞ্জি।’নিহতের বয়স আনুমানিক ৩৫ হবে।পরে ঘটনা স্হল থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে রেলওয়ে ফাঁড়ি এস আই মো:আশরাফ সিদ্দিক বলেন, ‘মরদেহ টি উদ্ধার করেছি। তবে তাৎক্ষনিক ভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।