এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ ১৫ অক্টোবর ২০২৪
১৪ অক্টেবর সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কুমিরা নৌ-পুলিশের যৌথ উদ্যোগে বিকেলে সন্দ্বীপ চ্যানেলের উপজেলার সীতাকুণ্ড কুমিরা ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় একটি মাছ ধরার নৌকা ও ১০কেজি ইলিশ মাছসহ ৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে জেলে রতন জলদাস কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিদ উদ্দিন আকবর।
এ বিষয়ে, সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে। ঊল্লেখ্য, জব্দকৃত মাছ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

