ঢাকা২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ইলিশসহ সামুদ্রিক মাছ জব্দ।। ভ্রাম্যমান আদালতের জরিমানা 

admin
অক্টোবর ১৫, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ ১৫ অক্টোবর ২০২৪

১৪ অক্টেবর সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়  মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কুমিরা নৌ-পুলিশের যৌথ উদ্যোগে বিকেলে সন্দ্বীপ চ্যানেলের উপজেলার সীতাকুণ্ড কুমিরা ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় একটি মাছ ধরার নৌকা ও ১০কেজি ইলিশ মাছসহ ৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে জেলে রতন জলদাস কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওয়ালিদ উদ্দিন আকবর।
এ বিষয়ে, সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে। ঊল্লেখ্য, জব্দকৃত মাছ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।