ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে। আইসিসি জানিয়েছে, সদস্য দেশ হিসেবে দায়িত্ব পালনে বারবার ও ধারাবাহিক ব্যর্থতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি বোর্ড সভায় এ রায় দেওয়া হয়, যা এসেছে এক বছরের পর্যালোচনা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার পর। কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থতা, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃত জাতীয় ক্রীড়া সংস্থা হিসেবে অগ্রগতি না করা এবং খেলাটির সুনাম ক্ষুণ্নকারী কর্মকাণ্ড—এগুলোই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে আইসিসি।

তবে স্থগিতাদেশ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে পারবে। যার মধ্যে রয়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিও। খেলার ধারাবাহিকতা বজায় রাখতে আপাতত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ব্যবস্থাপনা ও উচ্চ-প্রদর্শনমূলক কার্যক্রম তদারক করবে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সদস্যপদ পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় সংস্কার নির্ধারণ করবে একটি নরমালাইজেশন কমিটি। এর আওতায় থাকবে শাসনব্যবস্থা, কার্যক্রম ও কাঠামোগত পরিবর্তন। একই সঙ্গে কমিটি পুরো রূপান্তর প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সহায়তা করবে।

আইসিসি বলেছে, ‘এটি দুর্ভাগ্যজনক হলেও খেলার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার জন্য জরুরি পদক্ষেপ। খেলোয়াড়দের সুরক্ষা ও যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে আমাদের অঙ্গীকার অপরিবর্তিত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।