ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিনের মৃত্যু

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫,

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দগ্ধ মো. তুহিন হোসাইন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তুহিন হোসাইনের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুর বউবাজার এলাকায় সাততলা ভবনের ভাড়া বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তুহিনসহ তার স্ত্রী ও দুই ছেলে দগ্ধ হন।

দগ্ধরা হলেন— মো. তুহিন হোসাইন (৩৮), তার শরীরের ৪৭% পুড়ে যায়, স্ত্রী ইবা আক্তার (৩০) তার শরীরের ১৫% দগ্ধ, ছেলে তাওহীদ (৭) ৮% দগ্ধ ওতানভীর (৯) ৪০% দগ্ধ।

চিকিৎসক ডা. শাওন জানান, ইবা আক্তার, তাওহীদ ও তানভীরের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের স্বজন ফারজানা আক্তার জানান, গত শুক্রবার দিবাগত রাতে পরিবারটি ঘুমিয়ে ছিল হঠাৎ এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা চারজন দগ্ধ হন।

তুহিন হোসাইনের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে। তিনি মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। পরিবার নিয়ে ধলপুর বউবাজার এলাকায় বসবাস করছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।