
মরগান রজার্সের দুটি অসাধারণ গোলে রবিবার ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে টানা সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয় তুলে নিল উনাই এমেরির দল।
ম্যাচের ৪৫তম মিনিটে একক নৈপুণ্যে ভিলাকে এগিয়ে দেন রজার্স। কঠিন একটি বল দারুণভাবে নিয়ন্ত্রণে এনে মাঠের ভেতরেই রাখেন তিনি, এরপর বক্সে ঢুকে বাঁকানো শটে গোলরক্ষক সেনে লামেন্সকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালের উপরের কোণে।
বিরতির ঠিক আগে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিলার পেনাল্টি এলাকার ডান পাশে ম্যাটি ক্যাশের কাছ থেকে বল কেড়ে নেন প্রতিপক্ষ, আর ঢিলেঢালা বলটি থেকে শক্তিশালী শটে গোল করেন মাতেউস কুনিয়া। তবে ইউনাইটেডের সেই আনন্দ স্থায়ী হয়নি; চোটের কারণে বিরতির সময়েই মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেড আক্রমণাত্মক ফুটবল খেললেও ৫৭তম মিনিটে আবারও জ্বলে ওঠেন রজার্স। আরেকটি নিখুঁত বাঁকানো শটে লামেন্সকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি, যা ভিলার জয় নিশ্চিত করে।
এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে বড়দিন কাটাবে অ্যাস্টন ভিলা। সপ্তম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা এখন ১০ পয়েন্ট এগিয়ে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.