
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অদম্য ও অপরাজেয়Ñ এই দুদলের মধ্যে হবে ম্যাচটি। এ ম্যাচে অদম্য দলকে নেতৃত্ব দেবেন মিরাজ। অপরাজেয় দলের দায়িত্বে শান্ত। ম্যাচের আগে মিরাজকে হুমকি দিয়ে রাখলেন শান্ত। গতকাল তিনি বলেন, ‘শুয়াই ফেলতেও পারি, না হলে শুয়েও যাইতে পারি। যে কোনো কিছুই হইতে পারে।’
জবাবে মিরাজ বলেন, ‘যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গেছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা... যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই... সো একটা পক্ষকে তো অভিয়াসলি সেভ করতে হবে। আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেটটার জবাবটা দিতে।’
বিজয় দিবসের সকালেও মিরপুরে আছে আরেক প্রীতি ম্যাচ। প্রতি বছরের মতো এবারও বিসিবির উদ্যোগে মাঠে লড়বে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ। যেখানে মূলত খেলবেন দেশের সাবেক ক্রিকেটাররা।
অদম্য : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলি, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম।
অপরাজেয় : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, এসএম মেহরব, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.