চারদিকে আনন্দ-উল্লাস, আলোকসজ্জায় মণ্ডপ। ঢাকের তালে তালে রঙিন দুর্গোৎসব। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। ছোটবেলার পূজার দিনগুলোর কথা জানালেন বিদ্যা সিনহা মিম। মামাবাড়ির পূজা এখনও মিস করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘ছোটবেলায় মামাবাড়িতে অধিকাংশ পূজা উদযাপন করা হতো। মামাবাড়ির পূজার মেলা অনেক মিস করি। এখন তো যাওয়া সম্ভব নয়। দশমীর দিন নৌকাবাইচ হতো। সেটা দেখতে যেতাম। শোবিজে আসার পর একবার গিয়েছিলাম। নৌকায় উঠে ডুবতে বসেছিলাম। পরে আর যাইনি। তবে এবার পূজা নিয়ে আলাদা পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গে পূজার দিনগুলো কাটছে। ঢাকা ও রাজশাহীতেই পূজার এই দিনগুলো কাটবে।’
এবারের পূজায় প্রিয় মানুষটি আমাকে শাড়ি গিফট করেছে। আর আমি সাধারণত ওকে পাঞ্জাবি গিফট করি। ঘুরেফিরে নানাকিছু দিতেই থাকি। কারণ আমার গিফট দিতে ভালো লাগে। কিছুদিন আগে ওর যখন জন্মদিন গেল, তখনও গিফট দিলাম। এখন পূজায়ও দেওয়া হলো। এবার যেহেতু খুব গরম তাই পাঞ্জাবি দিয়েছি।’