প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

মাদারীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬,
মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।
তারা হলেন—মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.