ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা

admin
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ভোট প্রদান শেষে ভোটাররা তাদের অনুভূতির কথা জানায় আমাদের সময়ের প্রতিবেদককে।

২০১৯-২০ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সাকিব ভোট শেষে তার অনুভূতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আসলে এটা অসাধারণ অনুভূতি। আগে কখনো ভোট দিইনি, তাই প্রথমবার ভোট দেওয়াটা অন্য রকম। এতগুলো নামের ভেতর থেকে খুঁজে বের করা, সঠিকভাবে চিনে ভোট দেওয়া সবকিছুই নতুন অভিজ্ঞতা। আমি যাদের যোগ্য মনে করি, তাদেরকেই ভোট দিয়েছি।’

তিনি আরও বলেন,‘অধিকার প্রয়োগ করতে পেরেছি।আমি বিগত সময়ে যে ভোটগুলো হয়েছে বিশেষ করে ’১৮ সালের নির্বাচন, ’২৪ সালের নির্বাচন এবং ’১৪ সালের নির্বাচন আমি কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি।কিন্তু আজকের এই প্রথম প্রহরে ভোট দিতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে একটা উৎসবমুখর পরিবেশ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।