ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করেছে মার্কিনবাহিনী

admin
জানুয়ারি ৩, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে বলে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন।

সিবিএস যুক্তরাষ্ট্রে ব্রিটিশ বিবিসির সহযোগী সংবাদমাধ্যম। ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী শীর্ষ ইউনিট।

এর আগে শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেন মাদুরো। পরে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’

তবে ভেনেজুয়েলা সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-রাষ্ট্র’ পরিচালনা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। ২০১৩ সালে হুগো শ্যাভেজের স্থলাভিষিক্ত হয়ে ক্ষমতায় আসা ভেনেজুয়েলার নেতা বলেছেন যে, ওয়াশিংটন তার বিশ্বের বৃহত্তম তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।