
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারানোর পর তিনি এ ঘোষণা দেন।
গতকাল দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। আর গোল না করলেও বাকি সব দায়িত্বই পালন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। এদিন মাঠে বসে পুরো সময় বাংলাদেশের খেলা উপভোগ করেছেন আসিফ মাহমুদ।
ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন ক্রীড়া উপদেষ্টা। এমন একটি ভিডিও তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন।
এতে দেখা গেছে, খেলোয়াড়রা আসিফ মাহমুদকে ঘিরে আনন্দ উদযাপন করছে ও বোনাস বোনাস বলে চিৎকার করছে। এ সময় ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য ২ কোটি টাকা বোনাসের ঘোষণা দেন। উপদেষ্টার তাৎক্ষণিক এই ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2025 sattyasamacher.com. All rights reserved.