ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ড-ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

admin
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫,

রাতভর বৃষ্টির পর ম্যাচের দিনও মিলল না স্বস্তি। ডাবলিনে শুক্রবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেল বৃষ্টিতে। টস পর্যন্ত করা সম্ভব হয়নি।

দিনের শুরুতে বৃষ্টি থামায় দুই দল মাঠে গেলেও ভেজা আউটফিল্ডের কারণে পিছিয়ে দেওয়া হয় টস। কিন্তু কিছুক্ষণ পর আবার নেমে আসে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। এই মাঠেই প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতে আইরিশদের বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি জয় তুলে নেয় তারা। এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল কেবল বিশ্বকাপে—২০১০ সালে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়, আর ২০২২ সালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারায় আয়ারল্যান্ড।

দুই দলের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ণায়ক লড়াই রবিবার অনুষ্ঠিত হবে ডাবলিনেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।