
মুস্তাফিজুর রহমানের ইস্যুতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তের পর আইসিসি বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলেও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়।
দেশের মর্যাদার বিনিময়ে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। আজ সচিবালয়ে বিসিবির সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের নিজেদের অবস্থান স্পষ্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
উপদেষ্টা বলেছেন, ‘দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাব না। আমরা আইসিসি থেকে চিঠি পেয়েছি তা থেকে বুঝেছি যে ভারতে আমাদের ক্রিকেটারদের প্রচণ্ড নিরাপত্তা ইস্যু সৃষ্টি হয়েছে, সেটা তারা অনুধাবন করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু নয়, এটা জাতীয় অবমাননা ইস্যু। যা-ই হোক আমরা এখানে নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য হিসেবে দেখছি।
বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে আপস করবেন না বলে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘ভারতীয় বোর্ড যেখানে নিজেরাই কলকাতাকে বলছে এই ক্রিকেটারকে বাদ দাও, তাকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। সেখান থেকে তো বোঝাই যায় যে সেখানে খেলার মতো নিরাপত্তা নেই। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদা—এটার প্রশ্নে আমরা আপস করব না।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.