কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে লাগাতার একটি প্রশ্নের মুখোমুখি হয়ে আসছেন। আর তা হচ্ছে নেইমার জুনিয়র কবে জাতীয় দলে ফিরবেন। প্রতিবারই আনচেলত্তির একটাই জবাব, শতভাগ ফিটনেস থাকা সাপেক্ষে ডাকা হবে এই তারকা ফরোয়ার্ডকে। কিন্তু স্কোয়াড ঘোষণার সময় এলেই সেই ফিটনেস নিয়েই ধুঁকতে দেখা যায় নেইমারকে। নতুন করে আরও একবার তিনি চোটে পড়েছেন।
নেইমারের ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়েও আনচেলত্তির অবস্থান একই। আরও একবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার সেই স্বপ্নে ধাক্কা খেয়েছেন সান্তোসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, বা পাঁয়ের হাঁটুর চোটের কারণে ২০২৫ সালে আর মাঠে নামার সম্ভাবনা কম নেইমারের। দেশটির ক্লাব প্রতিযোগিতা ব্রাজিলেইরাওতে সান্তোসের আরও তিন ম্যাচ বাকি। গত ১৯ নভেম্বর মিরাসলের বিপক্ষে চোট পেয়েছিলেন নেইমার। ফলে গত সোমবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ম্যাচটি তিনি মিস করেছেন। তার চোট কতটা গুরুতর তা জানতে গতকাল (মঙ্গলবার) পরীক্ষাও করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন নেইমার।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2025 sattyasamacher.com. All rights reserved.