ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
সারাদেশে পাঠকপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি মেঘনা নিউজ ২৪–এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
শনিবার দুপুরে ১টায় বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠী) হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জুলফিকার আলী সাহা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।
অনুষ্ঠানের শুরুতে বিডি মেঘনা নিউজের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নুর নবী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি. এম. মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আনছার আলী, জামায়াত নেতা মোঃ ইলিয়াসুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব ওয়ানের সভাপতি নবাব আলী, বিডি মেঘনা নিউজ রাণীশংকৈল প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মাজেদুর রহমান হৃদয়সহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সঠিক ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন এবং জাতিকে সঠিক পথে পরিচালিত করতে ভূমিকা রাখেন।
তারা আরও বলেন, সাংবাদিকদের কলমই জাতির বিবেক—এই কলম যেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে।
শেষে বক্তারা বিডি মেঘনা নিউজের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.