চোটের ধাক্কায় দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে বার্সেলোনা। আগামী কয়েক ম্যাচে উইঙ্গার রাফিনিয়া ও গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পাওয়া যাবে না। এর মধ্যে আগামী সপ্তাহে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচও রয়েছে।
ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। বৃহস্পতিবার লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩–১ গোলে জয়ের ম্যাচে তিনি চোট পান। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
অন্যদিকে স্প্যানিশ গোলরক্ষক গার্সিয়ার বাম হাঁটুর মেনিসকাসে চোট লেগেছে। বার্সেলোনা জানিয়েছে, চার থেকে ছয় সপ্তাহের জন্য তাকে বাইরে থাকতে হবে।
গার্সিয়ার অনুপস্থিতিতে গোলবার সামলাবেন পোলিশ অভিজ্ঞ গোলকিপার ভোয়চেখ শেজনি। উল্লেখ্য, নিয়মিত গোলরক্ষক টের স্টেগেনও পিঠের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।
রাফিনিয়ার ফেরার সম্ভাব্য সময় ধরা হয়েছে ২৬ অক্টোবর, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে। তবে গার্সিয়ার ফেরার সময় নির্ভর করবে তার পুনর্বাসনের গতি কেমন হয় তার ওপর।
এদিকে সুসংবাদও আছে বার্সেলোনার জন্য। কুঁচকির চোট কাটিয়ে রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে উইঙ্গার লামিনে ইয়ামালকে পাওয়া যেতে পারে।