এর আগে বিপিএল বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে। প্রথমবারের মতো বাবা-ছেলের একসঙ্গে ম্যাচ খেলার দেখা মিলেছে।

টানা ৬ হারে বিপিএলের অভিষেক আসর শুরু করে নোয়াখালী এক্সপ্রেস। সেই দুঃস্বপ্ন পেরিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিপিএলের নবাগত দলটি।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আজ ৪১ রানের বড় জয় পেয়েছে নোয়াখালী। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় ঢাকা।
শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দল। পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর তোপে ১৯ রানে ৪ উইকেট হারায় ঢাকা।
সেখান থেকে পরে মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু কমান। অধিনায়ক মিঠুনের ৩৩ রানের বিপরীতে সর্বোচ্চ ৩৪ রান করেন সাইফউদ্দিন।
এর আগে বিপিএল বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে। প্রথমবারের মতো বাবা-ছেলের একসঙ্গে ম্যাচ খেলার দেখা মিলেছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.