গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’। সিনেমায় অভিনয়ের জন্য মেহজাবীন প্রশংসিত হন। আজ আন্তর্জাতিক উৎসব মাতিয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’। মেহজাবীন জানান, আপাতত সীমিত আকারে ‘সাবা’ মুক্তি পাচ্ছে। দর্শকের সাড়া ভালো হলে হলের সংখ্যা বাড়ানো হতে পারে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের একটি হলে ‘সাবা’ দেখতে পাবেন।
‘সাবা’ দর্শক কেন দেখবেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘সাবা শুধু মা ও মেয়ের গল্প নয়। ছোটবেলায় মায়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় তাদের জীবন বদলে দেয়। সেই থেকে মা সীমাবদ্ধতায় বাঁধা, আর সাবা বড় হয়ে ওঠে এক জটিল চরিত্রে। নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে চায়। সাবা ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর ছাড়তে না চাওয়ার সংগ্রামের গল্প। তাই আমি বিশ্বাস করি সাবা দর্শকের হৃদয় এক অদ্ভুত রকমের ভাবনা তৈরি করবে।
এদিকে গত ২৪ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ‘সাবা কনটেস্ট’ নামক একটি প্রতিযোগিতা ছিল। যেখানে মেহজাবীন আহ্বান করেছিলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাকে নিয়ে ছোট্ট একটি চিঠি লিখতে। যেখানে অংশগ্রহণকারী বলবেন মা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিংবা তাকে না বলা যে কোনো কথা। এরই মধ্যে মেহজাবীন ও তার পুরো টিম বিজয়ীদের হাতে টিকিট তুলে দিয়েছেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সের সামনে। এই টিকিট দিয়েই বিজয়ীরা নির্ধারিত শোতে ‘সাবা’ উপভোগ করবেন।