অনলাইন ডেক্স:
২৩ ডিসেম্বর ২০২৫
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত বিচারপতিজবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওইদিন তার ৬৭ বছর পূর্ণ হবে। এরই মধ্যে অর্ন্তবর্তী সরকার তাকে প্রধান বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এরই মধ্যে বিচারপতি জুবায়ের প্রধান বিচারপতির দায়িত্বে সম্মতি দিয়েছেন। চলতি সম্পহেই আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার রাত এ বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রনালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলছে। কাউকে চুড়ান্ত করা হয়েছে কিনা এখন পর্যন্ত এ বিষয়ে আমার ধারণা নেই। এ বিষয়ে কোন গেজেট ওপ্রকাশ হয়নি। গেজেটে প্রকাশের পর আগামী রোববার নতুন বিচারপতি শপথ নেওয়ার কথা রয়েছে।
গত বছর ১১ আগস্ট দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।
ড. সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণের আগে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তার অবসরকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপপতিকে সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.