দীর্ঘ ২৭ ঘণ্টা পর পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন। রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বার্তায় বলা হয়েছে, ২৩টি ইউনিট সকাল থেকে নিয়োজিত ছিল। বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।
এদিকে, কার্গো ভিলেজে আগুন নির্বাপণে নিজস্ব কোনো ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্টিলের অবকাঠামোর পাশাপাশি ছোট ছোট কম্পার্টমেন্ট থাকায় কার্গো ভিলেজে আগুন নেভাতে দেরি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
তিনি আরও বলেন, ‘আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘এর ভেতরে ফাটল ধরেছে। ক্যামিকেলের কারণে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়।’
আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুইজন আহত হয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।