ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোবেল আমার প্রাপ্য, না দিলে অপমানিত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

admin
অক্টোবর ১, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার না পেলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। তিনি দাবি করেন, তার নেতৃত্বে ইতিমধ্যেই সাতটি বৈশ্বিক সংঘাতের অবসান ঘটেছে।

ট্রাম্প আশা প্রকাশ করেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান লড়াই তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার মাধ্যমে শেষ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। এভাবে সমাধান হলে আট মাসে আটটি সংঘাত শেষ হবে বলে মন্তব্য করেন তিনি।

ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সেনাবাহিনী ও নৌবাহিনীর জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘যদি এটি সফল হয়, তাহলে আট মাসে আটটা সংঘাতমিটে যাবে। এটা খুবই ভালো সাফল্য। কেউ কোনোদিন এটা করেনি। আমি কি নোবেল শান্তি পুরস্কার পাবো? অবশ্যই না।’

তিনি আরও বলেন, ‘পুরস্কারটা দেওয়া হবে এমন কাউকে, যে কিছুই করেনি। দেওয়া হবে এমন একজনকে, যে শুধু একটা বই লিখেছে-

ডোনাল্ড ট্রাম্পের মনের ভেতরে কী ছিল আর যুদ্ধ মেটাতে কী লেগেছিল সেটা নিয়ে। নোবেলটা চলে যাবে একজন লেখকের হাতে।’

ট্রাম্প বলেন, ‘না, তবে দেখা যাক কী হয়। তবে এটুকু বলি, যদি না পাই তবে সেটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান। আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না, আমি চাই দেশটি এই স্বীকৃতি পাক। কারণ এর আগে কখনো এমন কিছু ঘটেনি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।