তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক। শনিবার তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে ৩৯ জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এ ঘটনা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।
এ পরিস্থিতিতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। মৃতদের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে থালাপাতি বিজয় বলেন, ‘এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যতই সান্ত্বনার কথা বলুক না কেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করা যায় না। তবু আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দেন বিজয়। তাতে এ তারকা লেখেন- ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি সহ্য করতে পারছি না। অবর্ণনীয় এই বেদনা ও দুঃখ অনুভব করছি। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি ও সমবেদনা। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’