সত্য সমাচার ডিজিটাল :নির্বাচন নিয়ে কোনো চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
প্রেসসচিব বলেন, ‘আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না। হয়তোবা বলত, আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে? তারা কি সরি বলেছে? তারা যে গুম, খুন করেছে সেটা তো সারা পৃথিবী জানে।
এ সময় তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের লোকরাও তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। আওয়ামী লীগের লোকরাও কি সাড়ে ১৫ বছর ভোট দিতে পেরেছে? তারা তো ভোটও দিতে পারেনি। তাদের ভোট পুলিশ দিয়ে দিয়েছে।’
প্রেসসচিব শফিকুল আলম গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলেও মন্তব্য করেছেন
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.