ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের দাবিকে প্রত্যাখ্যান করল আইসিসি। ভারতে খেলতে এলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি আছে এমন কোনো চিঠি বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয়নি বলে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।
ভারতে নিরাপত্তা নিয়ে আজ বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের উদ্বেগের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশকে তিনটি শঙ্কার কথা উল্লেখ করে চিঠি দিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেছেন, ‘প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।’
আসিফ নজরুলের এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তার মন্তব্যের জেরে আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে কোনো চিঠি দেয়নি তারা। এক সূত্রের বরাত দিয়ে এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সেই কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিরাপত্তা শঙ্কা নিয়ে কোনো চিঠি দেওয়া হয়নি। সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভেন্যু সরানোর অনুরোধের জবাবও দেয়নি আইসিসি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.