স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা ধানমন্ডি ল্যাবরেটরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আলতাফ হোসেন খানের বিরুদ্ধে কোচিং কোচিং বাণিজ্য ও ছাত্র হয়ারানির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায় শিক্ষক আলতাফ হোসেন খান তিনি কোচিং ও বাসায় ছা্ত্র প্রাইভেট পড়ান। যে সকল ছাত্র তার নিকট কোচিং ও প্রাইভেট পড়ে তাদের সাথে তিনি ভাল ব্যবহার করেন। আর যারা তার নিকট প্রাইভেট পড়েন না সে ছাত্রদের সাথে তিনি খারাপ আচারণ করেন। এতে করে কোমলমতি ছাত্রদের মনোবল ভেঙ্গে যায় এবং ছাত্রদের ভিতর এক ধরনের হতাশা কাজ করে ।
এ বিষয় গুলো নিয়ে শিক্ষক আলতাফ হোসেন খানের সাথে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন।
তবে অভিভাবক মহল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। কারন বর্তমান সরকার বৈষম্যহীন সরকার। সবার জন্য সমান অধিকার। মনে রাখতে হবে বৈষম্য করা নতুন বাংলাদেশে কারো কাম্য নয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2025 sattyasamacher.com. All rights reserved.